Posts Tagged ‘ঘননীল-মৃত্যু’


লিখেছেন: মেহেদী হাসান

ঘননীল-মৃত্যুশয়তানের মদ্য মুঠো মুঠো পান করে ভাবছো

নদীর কোমল গন্ধ মাখবে দূষিত বগলে!

যে ক্ষয়িষ্ণু সূর্য জ্বলে আজ ধূসর আকাশে,

তা থেকে বিচ্ছিন্ন হয়ে নেমে আসে গাঢ় অন্ধকার।

সাতটি আকাশকে অনেক দূর টেনে জলে নামিয়ে

ডোবাতে চেয়েছিলে জানি বুকের এক খন্ড শ্যামলা জমি।

অনেক কুকুর মরে গিয়ে আজও

মাছি হয়ে তোমার দগদগে ঘা চাটে ভরন্ত উল্লাসে। (বিস্তারিত…)