Archive for অগাষ্ট, 2019


লিখেছেন: অজয় রায়

বিপ্লবী নেতা হো চি মিনএর ১৩০তম জন্মবার্ষিকী সমাগত। আর টেট আক্রমণের অর্ধশতাব্দী অতিক্রান্ত হয়েছে। যার উদযাপন চলেছে শুধু ভিয়েতনামে নয়, বিশ্বের বিভিন্ন দেশে যখন এ নিয়ে কিছু প্রশ্ন স্বাভাবিক ভাবেই উঠে আসছে। যেমন, ভিয়েতনামের মুক্তিসংগ্রামের উত্তরাধিকার বহন করছেন কারা? আজকের ভিয়েতনাম যাচ্ছেই বা কোন দিকে?

বিপ্লবী নেতা হো চি মিন (১৮৯০১৯৬৯) সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেন।[] তিনি ছিলেন ভিয়েতনামের জাতীয় মুক্তিসংগ্রামের অন্যতম পথিকৃৎ১৯৩০ সালে তিনি ইন্দোচীনের কমিউনিস্ট পার্টি গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ফ্যাসিস্ট বাহিনী ভিয়েতনাম আক্রমণ করেএর মধ্যেই ১৯৪১ সালে তিনি দেশে ফিরে আসেন; আর প্রতিষ্ঠা করেন ভিয়েতনামের স্বাধীনতা লীগ, অর্থাৎ ভিয়েত মিন বাহিনীযারা গেরিলা যুদ্ধ চালিয়ে জাপানি দখলদারদের হটিয়ে দেয় ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জন করে ভিয়েতনাম। (বিস্তারিত…)