লিখেছেন: মুগ্ধ মঞ্জুর
এমন বাংলাদেশ দেখেনি কেউ, মুহুর্তে…………। এই কবিতাটি মুক্তিযুদ্ধের স্মৃতিময়তায় পূর্ণ কবির অনুভব। কিন্ত এখন যদি কবিতাটি কেউ আওড়ায় নির্ঘাত বলা হতে পারে মানবতাবিরোধী অপরাধীদের রক্ষা করার অপচেষ্টা। জানিনা ঠিক বললাম কিনা? হয়তো ঠিক, নয়তো ঠিক নয় তবে ক্ষমতাসীনদের অবস্থা এমনই। তারা চোখে দেখেন না, কানে শোনেন না কেবল তৈলমর্দনকারিরা যা বলেন, সেটাই আওড়ান। নিজের বলার–বোঝার বা শোনার যেন কোন ক্ষমতাই নেই। (বিস্তারিত…)