লিখেছেন: শাহেরীন আরাফাত

 

মিছিলে সামিল হোন। আত্মহত্যার মিছিল। সারিবদ্ধ, সুশৃঙ্খল। অপরিচিত থেকে পরিচিত হয়ে ঘরের দরজা নাড়ছে যে মিছিল।

 

সামনে নেই আশা— অনিশ্চিত বর্তমান আর ফ্রেমবন্দী অতীত— আশা, উৎসাহ নেই। তবু বেঁচে আছি আমরা।

কেন আছি, তাও জানি না। তবু আছি।

 

এক বন্ধু বলেছিল, ক্রসফায়ার বা গুম হলেও সংখ্যা হওয়া যায়, আত্মহত্যাতেও একটা সংখ্যা বরাদ্দ থাকে। আমাদের জীবনে সেটাও থাকে না।

বন্ধুটি পরে সংখ্যা পেয়েছিল নিজেকে খুন করে, অথবা মুক্তি দিয়ে। তবু আমরা বেঁচে আছি। দিব্যি আছি।

 

পত্রিকার পাতা, সোশ্যাল মিডিয়া বা মানববন্ধনে গলাবাজি, লোক দেখানো কথামালা চলবে। লাশের সারি হবে দীর্ঘায়িত। তবু বেঁচে আছি আমরা।

 

নিরীহ দাবির কথা নিষিদ্ধ। টুটি চেপে ধরা আইনও এখন স্বাভাবিক! বিশেষ অনুভূতিতে আঘাতের সামাজিকীকরণ; আর বেকারত্বের বিস্ফোরণ— আসলে সব গুজব! তবু দিব্যি আছি আমরা।

 

এখানে তাই আত্মহত্যার মিছিল দীর্ঘ হয়ে থাকে— তবু অমানবিকতার গণতন্ত্রায়নে হাহুতাশে আমরা!

 

মানবিক সমাজ বহুদূর, কমরেড

———————————————-

চিত্রকর্ম: পাবলো পিকাসো (গুয়েরনিকা)

মতামত জানান...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.