লিখেছেন : অজয় রায়
কোভিড–১৯ বিশ্বব্যাপী মহামারির আকার নিয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে নভেল করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এখন পর্যন্ত তা ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।[১] এই সংক্রমণে ২৯ মার্চ পর্যন্ত আক্রান্ত হয়েছেন অন্তত ৭ লাখ ১৪ হাজার ৯৫০ জন। মারা গিয়েছেন ৩৩ হাজার ৬৩৩ জন। যার মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দুই দেশ হলো ইতালি এবং স্পেন। চীন ও ইউরোপের পর এখন এই রোগের নতুন ভরকেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে, ইরানে এই সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে। কিন্তু সেদেশের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানি বাধাপ্রাপ্ত হচ্ছে। একইরকম চাপের মুখে রয়েছে ভেনেজুয়েলা। (বিস্তারিত…)