Posts Tagged ‘ওয়াসিম আনসারী’


abstract_rev-6দ্বিতীয় মৃত্যু

—————————–

কোনো নষ্ট যোনির কষ্টে আমি জন্মাই রোজ।

ওরা মানুষকে কথা দেয়, শুয়োরকে কমলা লেবু।

কি করে লুকাবে ব্যবছেদে পড়ে থাকা মৃতদেহের ভিড়,

পথ আটকে ভিখারির মতো জানান দেবে শিকারির স্মৃতি।

এক একটা পতাকার তলায় মুড়ে ফেলো লক্ষ জীবন। (বিস্তারিত…)


আজ একটা কবিতা শোনাবে কমরেড!

———————————————————————————————

abstract_rev-3সূর্যের কবিতা সমুদ্রের কবিতা

নিউক্লিয়ার রিয়াক্টরের কবিতা, স্যাটেলাইটের কবিতা

মনুষত্বের মহানতম কবি!

তুমি কেন স্যাঁতস্যাঁতে অন্ধকারে কেন্নোর মতো গুটিয়ে আছো

কমরেড! তুমি তো একা ন, তুমি লক্ষ লক্ষ কমরেড!

ছোটোবেলায় একটা লাল পিঁপড়েকে বন্দি করে ছিলাম

কাঁচের বোতলে,

এখন ওর কবরের পাশে গিয়ে বসি ক্রীতদাসের নির্জন কবরে।

কবিতা শোনাবে না কমরেড, ঘুমন্ত আগ্নেয়গিরির কবিতা! (বিস্তারিত…)