দুঃস্বপ্নগুলো শুধু অন্ধকারে, আলোতে স্বপ্ন থাকে

Posted: নভেম্বর 3, 2011 in সাহিত্য-সংস্কৃতি
ট্যাগসমূহ:, , , , ,

লিখেছেন: অনিত্য অনীক

 

অব্যক্ত স্বপ্নেরা হাতছানি দিয়ে ডেকে যায়

যেমনটি চেয়েছি তেমনটির ধারে কাছেও নেই

ভাঙাচোরা ফাঁক, ফাঁক দিয়ে গলে পড়বার নিত্য অঙ্গীকার

যেনো সব অসমাপ্ত দুঃস্বপ্ন, স্বপ্নের অপপ্রয়াস।

 

আমি অতি গাঢ় দীর্ঘ ঘুমের মধ্যেও সঙ্গীন হতে থাকি

হিম শীতে দুঃস্বপ্নের সেই সময়গুলোতে

বৈদ্যুতিক পাখার হিমসংযুক্তি সময়গুলোকে ঠান্ডা করে।

আমি হৃদয়ক্ষরণমস্তিস্ক সব একসারিতে গেঁথে কাঁপতে থাকি।

 

চোখবন্ধ আমি উঠে বসেছি অনেকবার,

আমার মুখে অদ্ভুত শব্দে যথেচ্ছ অদ্ভুত হয় রাতটা

অনেকবার হয়তো হেঁটে যেতেও চেয়েছি;

বন্ধচোখের অন্ধকার রাতের চেয়েও নিকষ কালো বলেই

হয়তো আমি কখনো দুঃসপ্নের মাঝে ভ্রমণে বের হইনি।

 

দুঃস্বপ্নায়িত ঘুমেই কয়েকফোঁটা আলো পড়েছে চোখের পাতায়

আমি জাগবো জাগবো করেও জেগেই ঘুমোচ্ছি এখন পর্যন্ত

এই আলোতে মিশে থাকা উজ্জ্বল সব স্বপ্নে

আমি ছুঁয়ে দেখবো বলে চোখে পানির দ্রুতলয় ঝাপ্টা দিয়েছি।

 

আমার সব দুঃস্বপ্নকে বলেছি, আমার কাছে তাদের চাওয়ার কিছুই নেই

চুরি যাওয়া আলোতে হারিয়ে যাক তারা, মিশে যাক অন্ধ অন্ধকারে

তাতে আমার ক্ষতি নেই,

তবুও সীমাবদ্ধ রেখাপাত না করে দুঃস্বপ্নগুলোকে সবিশেষ বিশ্লেষণে বসেছি আজ।।

(ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

মতামত জানান...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.