লিখেছেন: সুমন কল্যাণ মৌলিক

প্রস্তাবনা

আজকের পৃথিবীতে আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চালচিত্রে ফ্যাসিবাদ বিষয়ক আলোচনা এক গুরুত্বপূর্ণ প্রতর্কে পরিণত হয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে, বিংশ শতকে শুরু হওয়া থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত এক ঐতিহাসিক পর্ব শেষ করে নিঃশেষিত হয়ে যাওয়া ফ্যাসিবাদকে নিয়ে আবার এত আলোচনার কারণ কী! এই প্রশ্নের সহজ উত্তর হলো বর্তমান সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র নীতিতে, সংবিধান মেনে তৈরি হওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকান্ডে এমন কিছু চরিত্র লক্ষণ প্রকাশ পাচ্ছে যার সঙ্গে ইউরোপে ত্রিশচল্লিশ দশকে গণতন্ত্রকে ব্যবহার করে যে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়েছিল তার যথেষ্ট সাদৃশ্য আছে। আজ থেকে ঠিক একশ বছর আগে ইতালিতে ফ্যাসিবাদীরা ক্ষমতা দখল করেছিল। ১৯২২ সালে ইতালির রাজা ইমানুয়েল, বেনিতো মুসোলিনি ও তার সাথীদের রোম অভিযানের হুমকির সামনে মাথা ঝুঁকিয়ে ফ্যাসিবাদের ক্ষমতালাভকে সাফল্যমণ্ডিত করেছিল। আর আজ নির্বাচনের মাধ্যমে নয়া ফ্যাসিবাদের মতাদর্শের পতাকাকে উর্ধ্বে তুলে ধরে ইতালিতে ক্ষমতা দখল করল তিনটি চরম দক্ষিণপন্থী দলের জোট। এ যাত্রায় ক্ষমতার পালাবদল শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নির্বাচনী রাজনীতির স্বাভাবিক পরিণাম। এই মুহূর্তে ইউরোপে শুধু নয়, বিভিন্ন দেশে উগ্র দক্ষিণপন্থী রাজনীতির যে বিকাশ ঘটছে তাতে ফ্যাসিবাদী মতাদর্শের চরিত্র লক্ষণ স্পষ্ট। এই পরিস্থিতিতে নয়া ফ্যাসিবাদের উদ্ভব, লক্ষণ, চরিত্র বিচার এবং ধ্রুপদী ফ্যাসিবাদের সঙ্গে তুলনা সংক্রান্ত চর্চা বাড়ছে। বর্তমান নিবন্ধটি সেই চলমান চর্চার অংশ হিসেবে রচিত। Read the rest of this entry »


লিখেছেন: রেজাউল কবির

প্রগতিশীল ও বামপন্থী মহলে পরিচিত সাম্রাজ্যবাদ বিরোধী ও সমাজতন্ত্রের বলিষ্ঠ সমর্থক প্রগতিশীল পত্রিকা ‘সংস্কৃতি’র ৫০ বছরে পদার্পণ এপ্রিল/২০২৩ সংখ্যায় পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মুঈনুদ্দিন আহমেদের ‘বাংলাদেশের সমাজ পরিবর্তন ও মার্কসবাদলেনিনবাদের প্রাসঙ্গিকতা’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। ওই লেখায় বাংলাদেশের সমাজ পরিবর্তনের বিপ্লবী রাজনীতির রণনীতিরণকৌশল সম্পর্কে বেশকিছু বিতর্কিত বিষয় উত্থাপন করা হয়েছে। এই বিতর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে বর্তমান লেখাটির অবতারণা।

প্রসঙ্গত, ‘সংস্কৃতি’ পত্রিকা তাদের অন্যতম উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছে– মতবাদিক বিতর্ক ও চলমান রাজনৈতিকসাংস্কৃতিক আন্দোলন সম্পর্কে বিশ্লেষণ উত্থাপন করা। স্বাভাবিকভাবেই ‘বাংলাদেশের সমাজ পরিবর্তন ও মার্কসবাদলেনিনবাদের প্রাসঙ্গিকতা’ নিবন্ধটির পাঠপ্রতিক্রিয়া ‘সংস্কৃতি’ পত্রিকায় প্রকাশের জন্য পাঠানো হয়। এটি গত বছরের জুন মাসের কথা। ছয় মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও পত্রিকাটি থেকে ওই পাঠপ্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক অবস্থান জানানো হয়নি। একটি প্রগতিশীল পত্রিকার কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। পরবর্তী সময়ে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোঁজ নিয়ে জানান, সংস্কৃতি পত্রিকার নীতিনির্ধারকরা ভিন্নমত প্রকাশ করা এই পাঠপ্রতিক্রিয়াটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রেক্ষিতে লেখাটি ‘মঙ্গলধ্বনি’ পত্রিকার ওয়েবমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো হয়। Read the rest of this entry »


লিখেছেন: বিনয় সেন

সম্প্রতি ইবনে মমতাজ নামে একজন লেখক মহান মাওবাদী কমরেড সিরাজ সিকদারের পেয়ারাবাগান যুদ্ধ ও তার রাজনীতি নিয়ে একটি পুস্তিকা লিখেছেন যার নাম দিয়েছেন, কমরেড সিরাজ সিকদার এবং পেয়ারাবাগান যুদ্ধের রাজনীতিপুস্তিকাটি প্রকাশ করেছে শিল্পসাহিত্যসংস্কৃতিবিষয়ক কাগজ খননএই পুস্তিকায় লেখক ইবনে মমতাজ কমরেড সিরাজ সিকদার ও তার পার্টির রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেছেন, যেখানে আব্দুল হকসহ অন্যদেরও সমালোচনায় এনেছেনপুস্তিকায় কমরেড সিরাজ সিকদার ও তাঁর পার্টির নেওয়া সব লাইনই সঠিক ছিল, এমন বক্তব্য এসেছে Read the rest of this entry »


লিখেছেন: বিনয় সেন

অমর একুশে গ্রন্থমেলা২০২২’এ গ্রন্থিক প্রকাশন থেকে মনজুরুল হক সম্পাদিত ও অনূদিত ‘চ্যাং চুন চিয়াও–পুঁজিবাদী দুর্গে কামান দাগো’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ দেখলে মনে হবে ভেতরের সব লেখাই বুঝি চ্যাং চুন চিয়াওয়ের; কিন্তু আসলে তা নয়। এখানে কিছু লেখা রয়েছে চ্যাং চুন চিয়াওয়ের, কিছু লেখা তাঁকে নিয়ে, কিছু লেখা সাংস্কৃতিক বিপ্লবের উপর চীনের কমিউনিস্ট পার্টির এবং কিছু লেখার কোনো তথ্যসূত্র নেই। ফলে যে কোনো পাঠক সব লেখাই যদি চ্যাং চুন চিয়াওয়ের ধরে নেন তাহলে বিভ্রান্তিতে পড়বেন। Read the rest of this entry »


লিখেছেন: হাসান শাওন

আজকের দিন ১৭ মার্চ আমাদের পরিবারের জন্য এক হৃদয় ক্ষরণের দিন। ১৯৭৪ সালের এ দিনে জাসদের ডাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর বাড়ি ঘেরাও কর্মসূচি ছিল। এতে তৎকালীন রক্ষী বাহিনী ও পুলিশ গুলিতে শহীদ হন বহু মানুষ। আহতের সংখ্যাও কম নয়। লাশ গুম করার অভিযোগও উঠে রক্ষী বাহিনীর বিরুদ্ধে।

এই ১৭ মার্চের শহীদ ও গুম হওয়াদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা এসএম রফিকুল ইসলাম জাফর। পারিবারিক সম্পর্কে তিনি আমাদের মামা। মৃত্যুর খবর নিশ্চিত না হওয়ায় এবং মরদেহ না পাওয়ায় আমাদের নানী ভাবতেন তার জাফর বেঁচে আছে। তিনি গ্রামের বাড়ির দরজায় ছেলের অপেক্ষায় দিনের পর দিন দাঁড়িয়ে থাকতেন। আমৃত্যু হারিয়ে যাওয়া জাফরের জন্য নানীর কান্না আর প্রার্থনা থামেনি। নানী প্রয়াত হয়েছেন; কিন্তু জাফর মামা আর ফিরে আসেননি। Read the rest of this entry »


লিখেছেন : হাসান শাওন

কর্নেল আবু তাহের

কর্নেল আবু তাহের

শহীদ বিপ্লবী কর্নেল তাহেরের জন্মদিন আজ।

শুভ জন্মদিন, কর্নেল আবু তাহের!

আমি কোনো বই থেকে প্রথম কর্নেল তাহেরের নাম জানিনি। আমাদের মহল্লায় মোক্তার চাচার চায়ের দোকান। সবাই একে ডাকেন ‘মুক্তিযোদ্ধার দোকান’ নামে। চাচা জীবিত। অসুস্থ হয়ে জীবনের শেষপ্রান্তে। তিনি এখন দোকান চালান না; কিন্তু দোকানের সাইনবোর্ড এখনো আছে। সাইনবোর্ডে চাচার মুক্তি বার্তা সনদ নম্বর দেওয়া আছে। সে লেখা মুছেনি আজও। Read the rest of this entry »


লিখেছেন : হাসান শাওন

সাচ্চা বিপ্লবীরা স্বাপ্নিক। তাঁরা দূরদ্রষ্টা। সত্য পালন করেন হৃদয়ে। এর প্রকাশ মেলে তাঁর কবিতায়–

পূর্ববাংলা একটি নাট্যমঞ্চ!

দর্শক জনতা।

সত্যিকার নায়কের আশায় উন্মুখ!

তারাও নায়কের সাথে

অংশ নেবে নাটকে

দুনিয়া আর সমাজকে পাল্টাবে।

নাটকটি তিন অংকের।

প্রথম অংক

সাতচল্লিশ থেকে একাত্তর

চব্বিশ বছর।

প্রথম দৃশ্য

দুর্দান্তপ্রতাপ

পাকসামরিক দস্যুদের

হুংকার লম্ফঝম্প

নির্মম শোষণ লুণ্ঠন

তার সাথে আওয়ামী লীগের

বড় বড় বুলি আর রণধ্বনি।

বিভিন্ন আকৃতির সংশোধনবাদী

কুকুরগুলো পাচাটা

আর ঘেউ ঘেউ।. . .’

নাট্যমঞ্চ, সিরাজ সিকদার Read the rest of this entry »


লিখেছেন : অজয় রায়

গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তালেবান সরকার গঠন করেছে। স্পষ্টতই, সেদেশে জনজীবন বিধ্বস্ত হয়েছে সাম্রাজ্যবাদীদের চক্রান্ত্রে; বৃহৎ শক্তিগুলোর ভূরাজনৈতিক ক্ষমতার খেলায়। যার পরিণতিতে তালেবান ক্ষমতায় ফিরেছে।

মার্কিন সেনা যেভাবে প্রত্যাহার করা হয়েছে, তাতেই পরিষ্কার বোঝা যায়যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য শক্তি ক্ষয়। সেই সঙ্গে লক্ষণীয়, ক্রমবর্ধমান বহুমেরুত্বের প্রবণতা। ইউরেশিয়ায় মার্কিন প্রভাব বহুলাংশেই কমেছে। শূন্যস্থান পূরণে প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন দেশ। বৃহৎ শক্তি চীন ও রাশিয়া; আঞ্চলিক শক্তি পাকিস্তান, ইরান এবং ভারত। এদের মধ্যে ভারত ছাড়া বাকিদের অনেকেরই অবস্থান মূলত মার্কিনবিরোধী। Read the rest of this entry »


গ্রিক ট্র্যাজেডি : সারাহ মরটন

পুড়ছে ফুকুশিমা

—————-

.

পুড়ছে ফুকুশিমা

পুড়ছে দিনরাত

তার এগারোটা রিঅ্যাক্টর নিয়ে

পৃথিবীর বৃহত্তম জলাশয়ের শীতল বক্ষের ওপর।

পুড়ছে নিউক্লিয়ার বর্জ্যের

বিরামহীন অক্ষান্ত পোড়ায়

লাল চক্ষু রাঙিয়ে

সূর্য বিধাতার দিকে। Read the rest of this entry »


লিখেছেন : অজয় রায়

গত ১৫ অগাস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান বাহিনী। সরকারের পতন হয়। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। বহু মানুষ আতঙ্কে দেশ ত্যাগ করতে মরিয়া হয়ে ওঠেন। ফলে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি হয়। জালালাবাদে মানুষ যখন প্রতিবাদে পথে নামেন, তাদের উপরও গুলি চালায় তালেবান। এদিকে, দেশের নানা প্রান্ত থেকে নারীদের উপর নির্যাতনের সংবাদ মিলছে। জোর করে বিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বোরখা পরা বাধ্যতামূলক হয়েছে বিভিন্ন জায়গায়। Read the rest of this entry »