Posts Tagged ‘ল্যাতিন আমেরিকা’


লিখেছেন: মনির ইউসুফ

ওমরের আদর্শ হচ্ছে স্বাধীনতা। কোন মিসাইল এ আদর্শকে হত্যা করতে পারবে না।” (ওমর তোরিজো)

উত্তরের দানবের সঙ্গে টক্কর দেওয়া খুবই কঠিন,তবু ওমরের আদর্শের জয় হবে।” (গ্রাহামগ্রীন)

Getting-to-Know-the-Generalউপরের উদ্ধৃতি দুটি এমন দু’জন মহান ব্যক্তির যারা দু’জনই নিজের দেশ ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য একযুগে কাজ করেছিলেন। একজন সরাসরি অস্ত্র ও নিজের জনগণকে সঙ্গে নিয়ে। অন্যজন সেই অঞ্চলসমূহের জনগণের মুখের ভাষাকে সম্বল করে। পানামার সাবেক দেশপ্রেমিক প্রেসিডেন্ট ওমর তোরিজো, যিনি পরক্রমশালী আমেরিকার বিরুদ্ধে মাত্র ২০ লাখ লোকসংখ্যা নিয়ে একাই যুদ্ধ করেছিলেন। শেষ পর্যন্ত ঘাতক কর্পোরেটোক্রেসির হাতে তাকে প্রাণ দিতে হয়েছিল, আমেরিকার তৈরি সাম্রাজ্যবাদের এই নতুন পলিসি কত যে ভয়ঙ্কর হতে পারে সে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না। ইকুয়েডর, এল সালভেদর, ইন্দোনেশিয়া, পানামা, সৌদিআরব, ইরান, ইরাক, লিবিয়া, কলম্বিয়া, কুয়েত, সিরিয়া, ফিলিস্থিন এইসব দেশের জনগণ বুঝতেই পারে নি তারা কি নির্মম নৃশংস ও নব্যঘাতকের শিকার হয়েছেন। তাদের দেশের প্রাকৃতিক সম্পদ, লোক সম্পদ গ্রাস করার জন্য আমেরিকা এমন কোন সূত্র নেই যা ব্যবহার করে নি। আমেরিকার সঙ্গে যেসব দেশের সরকার কাজ করে নি তাদের পরিণতি হয়েছিল খুবই করুণ। সে করুণ হত্যাকাণ্ডের নির্মম শিকার পানামার দেশপ্রেমিক প্রেসিডেন্ট তোরিজো। আমেরিকার তৈরি ঘাাতক শৃগাল বাহিনীর হাতে বিমান দুর্ঘটনা অত্যন্ত করুণভাবে মৃত্যু হয়েছিল তোরিজোর। আমেরিকা অত্যন্ত কৌশলে তোরিজোকে হত্যা করেছিল। কিন্তু তাঁর আদর্শকে কোনভাবেই হত্যা করতে পারে নি। পানামা জেগে উঠেছিল, তাঁর সঙ্গে জেগে উঠেছিল ল্যাতিন আমেরিকার সমগ্র অঞ্চল। তোরিজো হয়ে উঠেছিল ল্যাতিন আমেরিকার জনগণের একমাত্র লোকনায়ক।
(বিস্তারিত…)