Posts Tagged ‘হতাশা’


বিপ্লব

জেগে ওঠ তুই সুপ্ত তন্দ্রা ছেড়ে,

চেয়ে দেখ চারিদিকে বইছে রক্তগঙ্গা।

জল্লাদের হাতে চকমকে তরবারি,

জীবন্ত মানুষের রক্ত চুষছে হায়েনা।

বর্গিরা আবার ফিরে এসেছে,

শুনছি নীলকরদেরও পদধ্বনি।

স্বাধীনতা আবার বিলীন হতে বসেছে,

প্রেতাত্মারা হয়ে উঠেছে নয়নের মনি।

রক্তের ছাপে ছেয়ে যাচ্ছে আজ,

তোর শ্যামল বাংলার মাটি।

তোর মাংস ছিঁড়েই কাবাব বানিয়ে,

আয়েশে খাচ্ছে দুই কুটনি বুড়ি।

ঢাকা পড়ে গেছে মানবতা,

থেমে গেছে কানুনের জয়রথ।

এ বাংলায় এখন শোষণ চালাচ্ছে,

ডাইনীরূপি ষাটোর্ধ দুই বজ্জাত।

ঘুমের ঘোরে আর কাটবে তোর কত কাল?

এবার নিদ্রা ভেঙে বিপ্লবকে বুকে টেনে নে। (বিস্তারিত…)