Posts Tagged ‘মিজানুর রহমান খান’


লিখেছেন: রবীন আহসান

 

একাত্তর মঞ্চে টকশোজীবী অধ্যাপক পিয়াস করিম কি ড. ইউনূসের স্পকম্যান?আমি রাত করে বাড়ি ফিরি। আমি যখন বাড়ি ফিরি তখন বাংলাদেশের ৯৮ শতাংশ টেলিভিশনে একই মুখের কিছু টকশোজীবী দেশ রাজনীতি কথা বলেন। এক বিষয়ে পড়ান কিন্তু কথা বলেন দুনিয়ার যাবতীয় বিষয়আশায় নিয়ে। টেলিভিশন খুলে এসব বাচাল পণ্ডিতরা মনে করেন তাদের অনুষ্ঠানগুলো যারা দেখছেন, তারা এ জাতির বোকাচোদা জনগণ। বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেলের মালিকরা যদি দুনিয়ার তাবৎ চ্যানেল বন্ধ করে দিয়ে শুধু তাদেরটা চালু রাখে সে দিন কী হবে এই জাতির! ভেবে অন্ধকার দেখি।

আসল কথায় আসি। গতকাল রাত ২টায় একাত্তর টেলিভিশনের ‘একাত্তর মঞ্চ’ নামে একটি টকশোতে আলোচনার বিষয় ছিল গ্রামীণ বাংকের মালিকানা নিয়ে। তিনজন আলোচকদের মধ্যে ছিলেন এই সময়ের আলোচিত টকশোজীবী ফিলোচাপার অধ্যাপক পিয়াস করিম। গ্রামীণ ব্যাংকের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের কাগজ প্রথম আলোর সাংবাদিক তোতাপাখি মিজানুর রহমান খান। স্টুডিওর বাইরে থেকে অংশ নেন বিশিষ্ট সাংবাদিক নাইমুল ইসলাম খান। (বিস্তারিত…)