Posts Tagged ‘সীমাবদ্ধতা’


লিখেছেন: অবিনাশ রায়

উত্তপ্ত কালো পথ, ধূলি মাখা টায়ারের ছাপ,

ধোঁয়া মিশ্রিত ধূসর, রঙহীন বায়ু।

ছায়ায় ঠান্ডা বাতাস, কোনোটা নিকোটিন মিশ্রিত,

কোনোটা বা কার্বনের পোড়া যৌগ।

মৃত্যু অবধারিত, জীবন আবর্তিত, মন চলমান অস্থির;

সুস্থির মটর গাড়ির চালক, দৃষ্টি নিবদ্ধ পথে,

অদ্ভুত একাগ্রতা!

তবু সে দেখেনি অনেক কিছু,

হয়তোবা সারা বিশ্বই চোখের আড়ালে চলে গেছে,পথটুকু বাদে;

হয়তোবা পথও দৃষ্টি গোচরে নয়।

স্থিরতার সন্দেহে উদ্বিগ্ন, স্থগিত কে?

এখানে মৃতু অবধারিত, সত্য এখানে প্রকাশ্যে সদ্য,

অন্ধ সকলে অদ্য –

যদি আবারো পড়তে হয় রাত্রিতে সানগ্লাস;

সকলে বধিরতার বার্ধক্যে বদ্ধ –

যদি আবারো কানে চুম্বনে হেডফোন। (বিস্তারিত…)