শ্রেয়সী দাশ
২০১৭ সালে গণতন্ত্রের এপিটাফে যোগ হলো আরো এক প্রস্তর খণ্ড। কেন গণতন্ত্রের এপিটাফ বললাম, সে কথা পরের আলোচনায় থাকছে। ১ ডিসেম্বর জি.ডি. বিরলা নামে এক কর্পোরেট স্কুলে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করলো দুজন শিক্ষক। ভারতে আধুনিক শিক্ষার ইতিহাসে তা এক লজ্জাজনক ঘটনা। ভারতীয় নাগরিক এবং সর্বোপরি একজন শিক্ষার্থী হিসেবে এ লজ্জা রাখার জায়গা নেই। এ যেন ২০১২ সালে দিল্লির নির্ভয়া কাণ্ডেরই পুনরাবৃত্তি। (বিস্তারিত…)
Advertisements