লিখেছেন: বখতিয়ার আহমেদ
ক্যাম্পাস পরিস্থিতি গত দুইদিন স্নায়ুতন্ত্রে এমন চাপ সৃষ্টি করে রেখেছিল যে কাজকর্ম লাটে উঠেছিল। নিজের অফিসে ঢুকতে পারছিলাম না বিকেলের আগে, ধর্মঘটের জন্য ছাত্ররা ভবন তালা মেরে রাখছে সকালবেলা। কাজ সামলাতে পরশু রাত জেগেছি, সকালে উঠেছি দেরিতে।
সাড়ে এগারোটার দিকে ফোকলোর বিভাগের সুস্মিতা চক্রবর্তীর ফোনে জানলাম আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। আশংকা আগেই ছিল, তারপরেও সাথে কোথাও বোধহয় আশাও ছিল, হাজার হাজার ছাত্র তো গত কয়দিনের আন্দোলনে ক্যাম্পাসের একটা পাতাও ছেড়েনি। মারবে কোন অজুহাতে? (বিস্তারিত…)