‘অন্তিমের আনন্দধ্বনি’ শীর্ষক কাব্য–সংকলনটি এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো তার দ্বিতীয় কিস্তি।
.
০৪. রাজনীতি
——————————–
শতবছরের রাজনীতির ফলেনি ফসল এই ভূখণ্ডে
কেবল ভুলের স্তুপ,জঞ্জাল সিদ্ধান্তের
তবে কেন এত বলিদান মানুষের?
শতভাগ শতনামে শত মতের ক্ষুদ্র–অনুকণা
নয় কি ভুল অপরিমেয় ক্ষতির হিসাব?
আর্থহীন মোহান্ধতা,এক উগ্রতার দলিল অযাথা
শ্লোগান সম–অধিকার,
সাম্য–সুন্দর ভোঁজবাজির সম্মোহন দোধারী তরবারি
ক্ষমতারলোভ একধারা শ্রেণীর চলমান বৈপরীত্য সর্বহারার,
নয় কি আরেক স্বৈরাচার রূপে? (বিস্তারিত…)