সংবাদ বিজ্ঞপ্তি
দমনমূলক আইনী সংস্কার :: গণ অধিকারের প্রশ্ন
আজ ০৫ অক্টোবর ২০১৩, গণ–অধিকার সংগ্রাম কমিটি’র উদ্যোগে পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে “দমনমূলক আইনী সংস্কার : গণ অধিকারের প্রশ্ন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অরিন্দম হিজল (সদস্য, দাবানল), উপস্থাপনা করেন রিয়াদ (সদস্য, শ্রমজীবি সংঘ)। সভায় বক্তব্য রাখেন হাসনাত কাইয়ুম (হাইকোর্টের আইনজীবি; আহবায়ক, গণতান্ত্রিক আইন ও সংবিধান আন্দোলন), ম. নুরুন্নবী (সভাপতি, গণসংস্কৃতি পরিষদ), এহতেশাম উদ্দিন (যুগ্ম আহবায়ক, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ) প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আইনী সংস্কারের মাধ্যমে ক্রমাগত গণনিপীড়ন বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। সভায় বক্তারা সংবিধানের পঞ্চদশ সংশোধনী, সন্ত্রাস বিরোধী আইন, শিক্ষা আইন, শ্রম আইন, তথ্য প্রযুক্তি আইন নিয়ে আলোচনা করেন। (বিস্তারিত…)