লিখেছেন : বৃহদ্রথ
কাশ্মীরে কারফিউ জারি করা হয়েছে। ১০ হাজার কাশ্মীরিকে গ্রেফতার করা হয়েছে। আজ থেকে ঠিক এক বছর আগে ৫ আগস্ট ২০১৯, ভারত রাষ্ট্র ও জম্মু–কাশ্মীরের রাজার মধ্যে স্বাক্ষরিত চুক্তি (ইন্সট্রুমেন্ট অব অ্যাকসেশন, ২৬ অক্টোবর ১৯৪৭) মোতাবেক তৈরি ভারতীয় সংবিধানের ‘অনুচ্ছেদ ৩৭০’ এবং প্রদত্ত বিশেষ সুবিধা ‘৩৫–এ ধারা’ বিজেপি সরকার সম্পূর্ণ একতরফাভাবে বাতিল করেছে। সেইসঙ্গে জম্মু–কাশ্মীরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে। জম্মু–কাশ্মীরের জনগণের আশা–আকাঙ্ক্ষা বা মতামতের কোনো পরোয়া না করে মোদি–শাহ্ সরকার কাশ্মীরি তাদের উপর নিজেদের সিদ্ধান্ত জোরপূর্বক চাপিয়ে দিয়েছে, যা কাশ্মীরের স্বায়ত্তশাসন সংক্রান্ত চুক্তির সম্পূর্ণ পরিপন্থী। স্বাভাবিকভাবেই কাশ্মীরিরা অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫–এ ধারা বাতিল করার সিদ্ধান্ত ও তার পদ্ধতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভারত সরকারের এই আচরণে তারা এতটাই আতঙ্কগ্রস্থ যে, এক বছরেও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারেননি। মিডিয়া অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো তারা মুখ খুলতে পারছেন না। বাড়ির বাইরে বেরোলেই তাদের ভারতীয় আধা–সামরিক বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। কখনো গ্রেফতার করা হচ্ছে, কখনো বেআইনিভাবে তুলে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে। জম্মু–কাশ্মীরের কয়েকজন সাবেক মুখ্যমন্ত্রীসহ বিজেপি ছাড়া প্রায় সব রাজনৈতিক নেতা–কর্মীরা হয় গৃহবন্দী অথবা গ্রেফতার হয়েছেন। (বিস্তারিত…)