মেষ শাবককে খাবার জন্যে নেকড়ের কোনো যুক্তির প্রয়োজন হয় না। কিন্তু চিঁ চিঁ ধ্বনির প্রতিবাদ নেকড়েকে প্রতিহত করতে পারে না। নেকড়েকে রুখতে হলে আকাশ বির্দীণ করা চিৎকার করতে হবে। তেমন চিৎকার একক কন্ঠে সম্ভব নয় – সম্মিলিত কন্ঠে প্রবল শক্তির নির্ঘোষে হতে হবে। সেই শক্তির আবাহনের কর্তব্যবোধে ‘মঙ্গলধ্বনি’র সকল আয়োজন। জগতে একা একা কিছুই হয় না – একটা কুটোও নড়ানো যায় না। তবু একা চলার সাহস দেখাতেই হবে। যে প্রথম সামনে এগোয় সে অন্যকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। একা ব্যক্তির এই ভূমিকা প্রশংসার, শ্রদ্ধার। ‘মঙ্গলধ্বনি’ প্রশংসা ও শ্রদ্ধার চেয়ে অধিক প্রত্যাশা করে সহযোগিতা ও সহমর্মিতা। আর একত্রিত হয়ে আকাশ বিদীর্ণ করা চিৎকার দেবার শক্তি হয়ে ওঠার। সে শক্তি নেকড়েদের কেবল রুখবেই না – চিরতরে মানব সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেবে। নেকড়ে ও মানুষ এক সমাজে বাস করতে পারে না। (বিস্তারিত…)
Posts Tagged ‘ওরা গুম হয় ওরা খুন হয়’
প্রকাশিত হলো মঙ্গলধ্বনির ৩য় সংখ্যা…
Posted: নভেম্বর 3, 2013 in অর্থনীতি, আন্তর্জাতিক, দেশ, প্রকৃতি-পরিবেশ, মতাদর্শ, মন্তব্য প্রতিবেদন, সাহিত্য-সংস্কৃতিট্যাগসমূহ:আল-বিরুনী প্রমিথ, আহমদ জসিম, ইরোম শর্মিলা চানু, ওরা গুম হয় ওরা খুন হয়, কর্পোরেট, কল্লোল মোস্তফা, জাহেদ সরওয়ার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, দ্বন্দ্ব, দ্বান্দ্বিকতা, নারী শ্রমিক, নেসার আহমেদ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পোশাক শিল্প, প্রকৃতি, বর্তমান ভারত, বাংলাদেশের কৃষি, মঙ্গলধ্বনি, মণিপুর, মতাদর্শিক বিতর্ক, মতিন বৈরাগী, মানুষতো জেগে আছে, মালিক শ্রেণী, মুক্তি সংগ্রাম, মৌলিক নাগরিক অধিকার, যোবায়ের আল মাহমুদ, রক্তিম ঘোষ, রামপাল, রূপপুর, শামীম ইমাম, শাহেরীন আরাফাত, শ্রম (সংশোধন) আইন, শ্রম অধিকার, সংস্কৃতির আগ্রাসী রূপ, সন্ত্রাস বিরোধী আইন, সমাজ পর্যালোচনা, সাহিত্য, সুদীপ্ত অর্ক দাস, সুন্দরবন, সুস্মিতা চক্রবর্তী, হাসনাত কাইয়ুম
0