Posts Tagged ‘আত্মঘাতী’


লিখেছেন: সত্যজিত দত্ত পুরকায়স্থ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং ঋণগ্রস্ত রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মহামান্য (!) পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বাংলাদেশে ২৪ ঘন্টার একটি সংক্ষিপ্ত সফর করে গেলেন। আমাদের মত তথাকথিত ৩য় বিশ্বের দেশের কাছে, বিশেষত এর শাসকগোষ্টির (ক্ষমতার ভিতরবাহির উভয় পক্ষ) কাছে তার এই ২৪ ঘন্টার ছোট সফর গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের মধ্যে এ এক পরম শান্তির সুবাতাস। তার এই সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে নানা আলোচনাআশাবাদশঙ্কা তৈরী হচ্ছে। পক্ষেবিপক্ষে আলোচনা চলছেই। হিলারী ক্লিনটনের এই সফরে এ ভুখন্ডে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যে আলোচনায় গুরুত্ব পেয়েছিল, তা স্পষ্টতই স্পষ্ট।

যতটুক বুঝা যাচ্ছে হিলারী ক্লিনটনের বাংলাদেশ সফরের সময় আলোচনায় উভয় দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষার বিষয়, এমন কি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়। স্নায়ুযুদ্ধ শেষ হবার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সারাবিশ্বে বন্ধু (!) সংখ্যা বাড়াতে সবসময়য়ই সচেষ্ট এবং এই ক্ষেত্রে তারা সামরিক, বিশ্বায়নের নামে ফিন্যান্স পুঁজির অবাধ প্রবাহ এবং নিরাপত্তা ইস্যুকেই সর্বোচ্চ প্রাধান্য দেয়। একসময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ যে তাদের নয়াউপনিবেশবাদের ক্রীড়াক্ষেত্রে পরিণত হয়ে উঠছে, তা বলার অপেক্ষা রাখে না। (বিস্তারিত…)