লিখেছেন : অজয় রায়
ব্রেক্সিট (ব্রিটেন এক্সিট), অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ প্রক্রিয়ার জন্য সময় বেড়েছে ২০২০ সালের ৩১ জানুয়ারি অবধি।[১] ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্য রাষ্ট্র তাতে রাজি হয়েছে। ইইউ কাউন্সিলের চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক সম্প্রতি জানান, যুক্তরাজ্যকে ‘ফ্লেক্সিবল এক্সটেনশন’–এর সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি অনুমোদন হয়ে গেলে যুক্তরাজ্য এই সময়সীমার আগেও ইইউ থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে, গত ২৯ অক্টোবর ব্রিটেনের পার্লামেন্ট আগামী ১২ ডিসেম্বর আগাম সাধারণ নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছে।[২] (বিস্তারিত…)