লিখেছেন: এম.এম. হাওলাদার
.
কার ইশারায় খবরদারি?
মায়ের ভাষায় বলতে মানা
কোন নিয়মে হুকুম জারি?
.
অমর একুশে ফেব্রুয়ারি,
শহীদ মিনার কাঁদছে কেন?
রফিক–সালাম–বরকতেরা
প্রাণ দিয়েছেন বৃথাই যেন!
.
“লাগলে আবার রক্ত দেবো;
মানবো না এই দখলদারি!”
শিমুল–পলাশ–রক্তজবায়–
শ্লোগান তোলে প্রভাতফেরি!
.
ফুলগুলো পিষে বুটের তলায়
জলপাই রঙ হায়েনার দল;
অস্ত্র ঠেকিয়ে বলছে ওরা–
“মারমা–তে নয়, বাংলা–তে বল”!
Advertisements