লিখেছেন: অঞ্জন আচার্য
গুটিকয় নাম রেখো আমাদের,
ঢেউস্রোত যে–পাশে টেনে নেয়–
বিপরীত স্রোতে দেই হামলা।
সভ্যতা আমাদের গলা–ভাত
অসভ্যের দল যত আমরা,
গালি খাই পথে যেতে প্রতিদিন;
কোতোয়াল–ডায়েরিতে নাম নেই।
কালসাপ পুষে রাখি পকেটে
মোবাইলেতে রিংটোন বাজে না,
ধুলোমাখা ঘরে ফিরি ভোর–রাত;
আমাদের সাবানের ফেনা নেই।
তবু মন ফুঁসে না তো নীরবে
কবিতায় পেট ভরে কেমনে?
টাকা নেই পকেটে– সিগারেট;
‘বাকি নাই’– দোকানের নোটিশে।
এমনই খাপছাড়া জীবনে
খাপখাওয়া নাম রেখো আমাদের,
প্রতিদিন নুন–মাখা জামাতে–
প্রতিরাতে ঘুম ভাঙে স্বপনে।।
Advertisements